বিদ্যালয় খোলা নিয়ে অভিভাবকদের মতামত জানতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের



বিদ্যালয় খোলা নিয়ে অভিভাবকদের মতামত জানতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের 



করোনা সংক্রমণের জেরে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ দেশের প্রত্যেকটি স্কুল, কলেজ। এই চরম সংকটময় পরিস্থিতিতে কার্যত শিকেয় উঠেছে ছাত্র ছাত্রীদের পড়াশুনা। ভ্যাকসিন আবিষ্কার হয়নি করোনার। তাই, সামাজিক দূরত্ব, মাস্ক পড়া জন সমাগম এড়িয়ে চলাই করোনা প্রতিরোধে মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তাই স্কুল কলেজ গুলোকে বন্ধ রেখেছে সরকার। 

দিনের পর দিন গড়ালেও বাগে আসছে না করোনা। এদিকে বছর চলে যাচ্ছে খুলছে না স্কুল। তাই এবার স্কুল খোলা নিয়ে সরাসরি অভিভাবক- অভিভাবিকাদের কাছেই ফিডব্যাক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 

এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অভিভাবক অভিভাবিকাদের কাছে তিনটি পয়েন্ট উল্লেখ করে ফিডব্যাক চেয়েছেন। 
১। কোন সময়ে স্কুল পুনরায় চালু করা যায়- অগাস্ট /সেপ্টেম্বর / অক্টোবর ২০২০ 
২। স্কুলের কাছ থেকে কি আশা করছেন তাঁরা- কবে পুনরায় চালু করা যায় স্কুল 
৩। অন্য কোনও ফিডব্যাক/ মন্তব্য। 

ফিডব্যাক পাঠাতে ই-মেল আইডিও প্রকাশ করেছে মন্ত্রক। 
মেইল - 
coordinationeel@gmail.com 
rsamplay.edu@nic.in 


Post a Comment