ফাইন্ড মাইন্ড এর উদ‍্যোগে আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা সভা

ফাইন্ড মাইন্ড এর উদ‍্যোগে আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা সভা



সুজাতা ঘোষ , বাগডোগরা :

শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা 'এসোসিয়েশন ফর  লিবারেল লার্নিং এন্ড রিসার্চে'র মনোবিজ্ঞানমূলক শাখা ফাইন্ড মাইন্ড এর উদ‍্যোগে একটি আন্তর্জালিক জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২০শে ডিসেম্বর ও ২৭শে ডিসেম্বর।


 "এনভায়রনমেন্ট উইদিন এন্ড এনভায়রনমেন্ট আউটসাইড" শিরোনামে আয়োজিত ২০শে ডিসেম্বরের এই ওয়েবিনারে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ক্রিয়া ও সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ির মার্গারেট ইংলিশ স্কুলের সহকারী প্রধান  শিক্ষিকা শ্রীমতি অর্পনা ধর দাস।এরপর মনের পরিবেশকে সুস্থ ও স্থির রাখার বিষয়ে প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রগতি কলেজ অফ এডুকেশন এর অধ্যাপিকা  ড. সোমা মৈত্র | সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি  ড. নীতা মিত্র। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংস্থার সদস্যা প্রিয়াঙ্কা মিত্র| 



২৭শে ডিসেম্বর আয়োজিত "ওভারকামিং লো সেলফ এস্টিম" শীর্ষক আলোচনাতে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও বিভিন্ন রকম দক্ষতা অর্জনের উপায় নিয়ে মূলক বক্তব্য রাখেন মালদা গভর্নমেন্ট টিচারস' ট্রেনিং কলেজ এর মাননীয় অধ্যাপক প্রফেসর শক্তিপদ পাত্র মহাশয় | উনার অসাধারণ আলোচনা ও অমূল্য বিশ্লেষণ প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ভীষণভাবে উপকৃত করেছে | 



আলোচনার সূত্রপাত করেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ মহাশয় ও গোটা আলোচনার পূর্ণাঙ্গ দিকনির্দেশ করেন ডন বসকো স্কুলের শিক্ষিকা শ্রীমতি পুনাম গুলাটি মহাশয়া | সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন শিলিগুড়ি বি এড কলেজ এর অধ্যাপক শ্রী সৌরভ দাস মহাশয় । তার উদাত্ত কণ্ঠে আলোচনার শুরুতে যে আরম্ভ স্তোত্রটি গাওয়া হয়, তা সমগ্র অনুষ্ঠানটির সৌম্যতা বাড়িয়ে তুলেছিল |

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সন্মানীয় শিক্ষক - শিক্ষিকারা । 

Post a Comment