দিনহাটা ২ নং ব্লকে বিবেক চেতনা উৎসব

 

দিনহাটা ২ নং ব্লকে বিবেক চেতনা উৎসব



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আজ সাহেবগঞ্জ থানার অন্তর্গত সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনহাটা ২নং ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্হাপনায় স্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। 



বিবেকানন্দ স্মরনে এদিন একটি শোভাযাত্রা বের হয়। এরপর  প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দিনহাটা ২নং ব্লকসভাপতি মাননীয় বীরেন্দ্র বর্মন।  


এই দিন এই অনুষ্ঠানে আবৃত্তি ও 'বসে আঁকো প্রতিযোগিতা'র আয়োজন হয়। সেই সাথে মাঠে একটি প্রদর্শনী মূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে অনুষ্ঠান ছিল নজর কাড়ার মতো।

Sangbad Ekalavya

SANGBAD EKALAVYA Powerd by EKALAVYA PRAKASHANI. E-MAIL US: sangbadekalavya@gmail.com

Post a Comment (0)
Previous Post Next Post

advertisement