নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের অরণ্য সপ্তাহ পালন


নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের অরণ্য সপ্তাহ পালন 

সুজাতা ঘোষ ,বাগডোগরা : 
শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়ে ধ্বংস হচ্ছে অরণ্য সম্পদ ; ফলে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য । সেই দিকেই লক্ষ্য রেখে প্রতিবছর ১৪ই জুলাই থেকে ২১শে জুলাই অবধি টানা সাতদিন ধরে পালন করা হয় অরণ্য সপ্তাহ ।

এবছরও তার ব্যতিক্রম ঘটেনি , পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীকে সবুজায়ন করবার লক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে অরণ্য সপ্তাহ পালন। এই সবুজায়নের কাজে হাত বাড়িয়েছেন নকশালবাড়ির বিজ্ঞান মঞ্চের সদস্যরা ।

গতকাল নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বেঙ্গাই জোত শ্মশানের মাঠে বিভিন্ন প্রজাতির ২৫ টি ছোট ছোট চারা গাছ রোপণ করলেন এই মঞ্চের সদস্যরা।আগামী বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন স্কুল ও ফাঁকা জায়গায় চারা গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ পালন করেছেন তাঁরা। তাঁদের এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন -আকাশ প্রধান, দীপক রায় ,মুরাদ চৌধুরী ,অভিজিৎ সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Post a Comment