সাহেবগঞ্জ বাসীকে চমক দিতে প্রথম বর্ষে থিমের পূজা করতে চলেছে আমরা ক-জন

সাহেবগঞ্জ বাসীকে চমক দিতে প্রথম বর্ষে  থিমের পূজা করতে চলেছে আমরা ক-জন

কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ এলাকায় সাহেবগঞ্জ আমরা ক-জন দূর্গা পূজা কমিটির খুঁটি পূজা হল রবিবার। সাহেবগঞ্জ বাসীকে চমক দিতে প্রথম বর্ষের পূজায় থিমের পূজা করতে চলেছে তারা। পূজার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি, করণা আবহের সচেতনতা মূলক বার্তা, মাস্ক প্রদান সহ বিভিন্ন কর্মসূচি থাকবে বলে কমিটির তরফ থেকে জানা গেছে।

এদিন খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার, সম্পাদক পুতুল বর্মন সহ অন্যান্য সদস্যরা।

কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার বলেন, প্রথম বর্ষের পূজার মধ্য দিয়ে সাহেবগঞ্জ বাসীকে আমরা চমক দিতে চলেছি। যদিও করোনা আবহে পুজো একটা কঠিন চ্যালেঞ্জ। তবুও দর্শনার্থীদের সুরক্ষায় আমাদের কমিটির সদস্যরা বিভিন্ন সতর্কতামূলক কর্মসূচি নেবে। পুজোর দিন গুলিতে মাস্ক বিতরণ, স্যানিটাইজার প্রদান চলবে। পাশাপাশি দুঃস্থ মানুষদের বস্ত্রদান সহ একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আছে। আমরা প্রার্থনা করি মায়ের আগমনে করোনা ঘুচে যাক।

Post a Comment